---Advertisement---

সালুজা পরিবারের পক্ষ থেকে বর্ধমান আদালতের বার লাইব্রেরিতে বসানো হল স্যানিরাইজার গেট

Souris Dey

Published

বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের বিশিষ্ট ব্যবসায়ী পরিবার সালুজা পরিবারের পক্ষ থেকে বর্ধমান আদালত চত্বরে বার এসোসিয়েশনের সামনে বসানো হলো স্যানিটাইজার টানেল। মূলতঃ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ যেভাবে জেলা আদালত চত্বরে মামলা মোকদ্দমার কাজে আসেন, তার ফলে আদালতে কর্মরত আইনজীবী থেকে সাধারণ মানুষের সুরক্ষার প্রয়োজন রয়েছে। তাই এই করোনা ভাইরাস থেকে সকলকে সুরক্ষিত রাখতে সালুজা পরিবারের প্রয়াত প্রবীণ সদস্যা আর আর দেবীর ও পিতামহ কিষান সিং সালুজার নামে এই স্যানিটাইজার টানেল দান করা হল বলে জানিয়েছেন মাহিন্দার সিং সালুজা।

তিনি জানিয়েছেন, ইতিমধ্যে জেলাশাসকের সঙ্গে আলোচনা করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সহ শহরের আরও বেশ কয়েকটি জায়গায় এই জীবাণুনাশক টানেল গুরুদ্বারা কমিটির পক্ষ থেকে বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে, আইনজীবী তথা বর্ধমান বার এসোসিয়েশনের সহ সভাপতি পার্থ হাটি জানিয়েছেন, সালুজা পরিবারের কাছে তাঁরা আবেদন জানিয়েছিলেন বর্ধমান বার এসোসিয়েশনের সামনে একটি স্যানিটাইজার টানেল বসানোর জন্য। শুত্রুবার সেই টানেলের উদ্বোধন হলো। এর ফলে সাধারণ মানুষ থেকে আদালতে কর্মরত সকলেই উপকৃত হবেন।

See also  রাজ্যের টার্গেট ১০লক্ষ, পূর্ব বর্ধমান জেলাতেও যুবকদের ঢল নেমেছে যুবশক্তিতে নাম লেখানোর
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---