ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালের ভেতর ডিজে বাজিয়ে উদ্দাম গান আর বিশ্বকর্মা পুজো করাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি শুভম নিয়োগী। তিনি জানিয়েছেন, এই ঘটনার উপযুক্ত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে বর্ধমান শহরের উপকণ্ঠে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালের ক্যাম্পাসের ভেতরেই বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। অভিযোগ, বৃহস্পতিবার রাতেই তীব্র আওয়াজে ডিজে বাজানো হয়। তাতে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সমস্যা তৈরী হতে শুরু করে। উল্লেখ করা প্রয়োজন, এই সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন হৃদরোগীরাও। যাঁদের কাছে তীব্র মাত্রায় আওয়াজ রীতিমত কষ্টদায়ক। আর তাকে উপেক্ষা করেই কিভাবে বাজল এই ডিজে – তা নিয়ে শুরু হয়েছে চাপান উতোর।