---Advertisement---

সুভাষপল্লী সারদা আশ্রমের বার্ষিক উৎসব পালিত

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের সুভাষপল্লী সারদা আশ্রমে শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৫ তম জন্ম মহোৎসব ও বাৎসরিক উৎসব উপলক্ষে আয়োজিত হল দুই দিন ব্যাপী নানা অনুষ্ঠান। ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক ধর্মসভায় ভাষন দেন ত্রিপুরার কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী ত‍্যাগিবরানন্দজী মহারাজ।১ মার্চ ভোরে ভক্তদের সমাবেশে নগর শোভাযাত্রা পরিক্রমা করে শহরের বেশ কিছু এলাকা। এছাড়াও শ্রী শ্রী ঠাকুর ও মায়ের পূজা, চন্ডীপাঠ, ভক্তি গীতি, কালী কীর্তন, গীতিআলেখ‍্য ইত্যাদি অনুষ্ঠিত হয়। দুপুরে প্রসাদ গ্রহণ করেন কয়েক হাজার ভক্ত।
See also  ভোটের দিন মুখোমুখি কীর্তি দিলীপ, সৌজন্যের সঙ্গে আলিঙ্গন, নমস্কার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---