ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: সেনাবাহিনীর গোয়েন্দাবিভাগ সূত্রে খবর পেয়ে গলসি থানার পুলিশ ২নং জাতীয় সড়কে কুলগড়িয়া চটি এলাকা থেকে দক্ষিনবঙ্গ পরিবহন সংস্থার একটি বাসের ভিতর থেকে ২০টি তাজা বোমা ভর্তি বাক্স সহ এক যুবককে গ্রেপ্তার করেছে। আর সেনা – পুলিশের যৌথ প্রচেষ্টায় বড়সড় নাশকতার ছক বানচাল করে দেওয়া সম্ভব হয়েছে বলেই মনে করছে বাসযাত্রী সহ সাধারণ মানুষ।
সন্ধ্যা ৫টা ৩৫ মিনিট নাগাদ সূত্র মারফত পাওয়া নির্দিষ্ট নম্বরের বাসটি আসতেই পুলিশ বাসটিকে দাঁড় করায়। পুলিশ জানিয়েছে, প্রথমে যাত্রীদের কাছে জানতে চায় তাঁদের কাছে কোনো বোমা ভর্তি ব্যাগ আছে কিনা। বাসের যাত্রীরা অস্বীকার করলে পুলিশ বাসের ভিতর ঢুকে তল্লাশি শুরু করে। তখনই সরফরাজ আনসারী নামে এক যুবকের সিটের নীচে নির্দিষ্ট তথ্য অনুযায়ী একটি কার্ড বোর্ডের বাক্স দেখতে পান তাঁরা। সরফরাজ আনসারীকে আটক করা হয়। পাশাপাশি অতি সাবধানতার সঙ্গে বাক্স টিকেও পুলিশ উদ্ধার করে। এই সমগ্র ঘটনার সাক্ষী হিসেবে পুলিশ বাসের চালক এবং কন্ডাক্টর কে হাজির রেখেছিল।