ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: সোমবার বর্ধমানে আসছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। খোদ রাজ্যপালই ট্যুইট করে একথা জানানোর পর পূর্ব বর্ধমান জেলা জুড়ে রীতিমত চর্চা শুরু হয়ে গেল। রবিবারই রাজ্যপাল জগদীপ ধনকড় দুটি ট্যুইট করেন। এই দুটি ট্যুইটে রাজ্যপাল জানিয়েছেন, ৪ জানুয়ারী তিনি সস্ত্রীক (সুদেশ ধনকড়) বর্ধমান যাচ্ছেন। সেখানে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেবেন। যাবেন ১০৮ শিব মন্দিরেও। এরপর দুপুর ১২টা ১৫ নাগাদ তিনি বর্ধমান সার্কিট হাউসে সাংবাদিক বৈঠক করবেন। একইসঙ্গে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে আধিকারিকদের সঙ্গেও বৈঠক করতে পারেন বলে চর্চা শুরু হয়েছে।
বলা বাহুল্য রাজ্যপালের সেদিনও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আসা হয়নি। কারণ তাঁর এই ঘোষণার পরই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহা গুরুতর অসুস্থ হয়ে কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি হন। বাতিল হয়ে যায় উল্লেখিত কোর্ট মিটিং। বস্তুত, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সম্পর্কের মাঝেই আজ বর্ধমান সার্কিট হাউসে আদপেই বিশ্ববিদ্যালয়ের কোনো আধিকারিক প্রোটোকল মেনে তাঁর সঙ্গে দেখা করতে আসেন কিনা তাই দেখার বিষয়। এদিকে, রাজ্যপালের বর্ধমান সফরকে ঘিরে সোস্যাল মিডিয়ায় রীতিমত ঝড় বইতে শুরু করে দিয়েছে।