ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের খাগড়াগড় সংলগ্ন পূর্ব মাঠ পাড়ায় জাল নোট ও ডলার ছাপার কারখানার হদিস পাওয়ার পর থেকেই গোটা রাজ্য জুড়ে আলোড়ন ছড়িয়েছে। রোজই খবরের শিরোনামে উঠে আসছে বর্ধমানের খাগড়াগড়। ইতিমধ্যে এই চক্রের তিনজন কে বর্ধমান পুলিশ নকল নোট ও ডলার ছাপার মেশিন, ডাইস, কেমিক্যাল ও গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি সহ গ্রেপ্তার করেছে। রাজ্য সিআইডি-র টিম এই ঘটনার তদন্তে খাগড়াগড়ের নকল নোট ছাপানোর কারখানা সরজমিনে ঘুরে দেখে গেছে। জেলা পুলিশও ধৃতদের হেফাজতে নিয়ে জোরদার তদন্ত চালাচ্ছে। আর এরই মাঝে নকল নোট কাণ্ডে সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট কে ঘিরে রাজ্য জুড়ে রাজনৈতিক তরজা চরমে পৌঁছলো। বিজেপির বর্ধমান সদর জেলা কমিটির নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবি কে ঘিরে জাল নোট কাণ্ডে বিতর্ক তুঙ্গে উঠেছে।
