সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতার পোস্ট কে ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল, বর্ধমানে জাল নোট কাণ্ডে অভিযুক্ত তৃণমূলের মঞ্চে!

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের খাগড়াগড় সংলগ্ন পূর্ব মাঠ পাড়ায় জাল নোট ও ডলার ছাপার কারখানার হদিস পাওয়ার পর থেকেই গোটা রাজ্য জুড়ে আলোড়ন ছড়িয়েছে। রোজই খবরের শিরোনামে উঠে আসছে বর্ধমানের খাগড়াগড়। ইতিমধ্যে এই চক্রের তিনজন কে বর্ধমান পুলিশ নকল নোট ও ডলার ছাপার মেশিন, ডাইস, কেমিক্যাল ও গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি সহ গ্রেপ্তার করেছে। রাজ্য সিআইডি-র টিম এই ঘটনার তদন্তে খাগড়াগড়ের নকল নোট ছাপানোর কারখানা সরজমিনে ঘুরে দেখে গেছে। জেলা পুলিশও ধৃতদের হেফাজতে নিয়ে জোরদার তদন্ত চালাচ্ছে। আর এরই মাঝে নকল নোট কাণ্ডে সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট কে ঘিরে রাজ্য জুড়ে রাজনৈতিক তরজা চরমে পৌঁছলো। বিজেপির বর্ধমান সদর জেলা কমিটির নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবি কে ঘিরে জাল নোট কাণ্ডে বিতর্ক তুঙ্গে উঠেছে। 

ছবিতে দেখা যাচ্ছে খাগড়াগড়ে জাল নোটের ছাপাখানা কান্ডে মূল অভিযুক্ত গোপাল সিং তৃনমূলের হেভিওয়েট নেতাদের সঙ্গে একই মঞ্চে! যদিও এই ছবির সত্যতা ফোকাস বেঙ্গল যাচাই করেনি। এমনই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি নেতা লিখেছেন, “অন্যকিছুর ইঙ্গিত করছে কি??? সকলের মতামত জানতে চাই। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এন আই এ তদন্তের দাবি জানাই। মূল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। দেরী হলে অনেক গুরুত্বপূর্ন তথ্য লোপাট হওয়ার সম্ভাবনা রয়েছে। শান্তিপূর্ন শিক্ষিত মানুষের বাসস্থান এই বর্ধমান জেলাকে যারা দেশ বিরোধী কার্যকলাপের আঁতুড়ঘরে পরিণত করছে, ভবিষ্যত প্রজন্ম তাদের ক্ষমা করবে না।” পোস্ট বিজেপি নেতার। সেই পোস্টকে ঘিরেই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Recent Posts