সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য, জেল হেফাজত যুবকের

Souris  Dey

Souris Dey

বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: মুখ্যমন্ত্রী সম্পর্কে সোস্যাল মিডিয়ায় অশ্লীল মন্তব্য লেখার দায়ে মেমারী থানার পুলিশ গ্রেপ্তার করল এক যুবককে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতের নাম সঞ্জীত মুর্মু। বাড়ি মেমারীর আমাদপুর এলাকায়। আমাদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পা দাস জানিয়েছেন, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে ৪২ হাজার কর্মসংস্থানের কথা ঘোষণা করেন। 

তারই পরিপ্রেক্ষিতে ওই যুবক সোস্যাল মিডিয়ায় একটি অশ্লীল মন্তব্য লিখে তা ছড়িয়ে দেয়। এর ফলে মুখ্যমন্ত্রীর ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগ। অবিলম্বে ওই যুবককে গ্রেপ্তার করার জন্য মেমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। আর এরপরই মেমারী থানার পুলিশ গ্রেপ্তার করে ওই যুবককে। রবিবার তাকে বর্ধমান আদালতে তোলা হয়। বিচারক তাকে এদিন জেল হেফাজত পাঠিয়ে সোমবার ফের তাকে আদালতে হাজির করার নির্দেশ দেন।

আরো পড়ুন