---Advertisement---

স্ত্রী, সন্তানদের ছেড়ে অন্যত্র সংসার, নাগালে পেতেই জুতো পেটা করল স্ত্রী, আলোড়ন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: কালনা কাটোয়া এসটিকেকে রোডের উপর কালনা দমকল অফিসের কাছে প্রকাশ্যেই এক মহিলা তাঁর স্বামীকে জুতো দিয়ে পেটাচ্ছে, এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। কালনার নিউ মধুবন এলাকার স্বপ্না অধিকারী বুধবার জানান, “তাঁর স্বামী সোমনাথ মোদক তাঁকে ও তাঁর দুই সন্তানকে ফেলে রেখে মুম্বাই গিয়ে সেখানে বিয়ে করে সুখে সংসার করছে। 

বিজ্ঞাপন
তাঁর অভিযোগ, তাঁর স্বামীর অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক রাখার অভ্যাস ছিল। তাঁর যখন দ্বিতীয় সন্তানের বয়স সাত মাস, সেই সময় তাঁর স্বামী তাঁদের ছেড়ে দিয়ে অন্য মহিলাকে নিয়ে মুম্বাই চলে যায়। সেখানে ওই মহিলাকে বিয়েও করে। তাঁর অভিযোগ, দুই সন্তান কে নিয়ে তিনি ঠিকমত খেতে পাচ্ছেন না। আর তাঁর স্বামী ফুর্তি করছে।” এরপরই এদিন তাঁকে হাতের নাগালে পেতেই স্ত্রী ও স্ত্রীয়ের বাপের বাড়ির লোকজন তাঁকে জুতো দিয়ে ব্যাপক মারধর করেন। সেই ঘটনার ভিডিও ফুটেজ সামনে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। যদিও এই ঘটনায় কোনো অভিযোগ স্বপ্নাদেবী কালনা থানায় জানাননি বলেই জানিয়েছেন।
See also  বর্ধমানে ভোট পরবর্তী হিংসা অব্যাহত, বিজেপি তৃণমূল সংঘর্ষে তীব্র উত্তেজনা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---