ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: স্বাধীনতা সংগ্রামী দাশরথী তায়ের মূর্তি বসাতে চলেছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ। রায়না থানার গোপালনগরে এই মূর্তি প্রতিষ্ঠা করা হবে। উল্লেখ্য এই রায়নার ধামাস গ্রামেই বসত ভিটা ছিল স্বাধীনতা সংগ্রামী তথা পরবর্তীকালে সাংবাদিক দশরথি তায়ের। এরই সঙ্গে অবিভক্ত বর্ধমান জেলার বিশিষ্ট প্রবীণ রাজনীতিবিদ তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রয়াত নারায়ণ হাজরা চৌধুরীরও একটি আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করবে জেলা পরিষদ বলে জানা গেছে। এই মূর্তিটি বসানো হবে মন্তেশ্বর বিধানসভার মালম্বা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। এক্ষেত্রেও নারায়ণ হাজরা চৌধুরীর বসত বাড়ি মন্ডলগ্রামের কাছেই এই মূর্তি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে জেলা পরিষদ। আর এই ঘটনায় জেলা জুড়ে তৈরি হয়েছে বিতর্ক। স্বাধীনতা সংগ্রামীর মূর্তি প্রতিষ্ঠার সঙ্গেই একজন সক্রিয় রাজনীতিবিদের মূর্তি প্রতিষ্ঠার সিদ্ধান্তকে রীতিমত কটাক্ষ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।