ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি হওয়া রোগীদের বিলের টাকা দিতে চাইছে না সংশ্লিষ্ট থার্ড পার্টি এসিওরেন্স বা টিপিএ কোম্পানী। আর এই ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং বর্ধমান জেলায় রীতিমত ভয়ংকর রকম সংকট সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ স্বাস্থ্যকর্তাদের হস্তক্ষেপ চাইলেন বর্ধমান শহরের একাধিক নার্সিংহোম মালিক। একইসঙ্গে প্রোগ্রেসিভ নার্সিংহোম এণ্ড হসপিটাল এ্যসোসিয়েশনের পক্ষ থেকে আগামী শনিবার জরুরী ভিত্তিতে কলকাতায় সভাও ডাকা হয়েছে বলে জানিয়েছেন, সংগঠনের রাজ্য চেয়ারম্যান সেখ আলহ্বাজউদ্দিন।
তাঁরা মুখ্যমন্ত্রীর নির্দেশ যথাযথভাবে পালন করছেন। কিন্তু তাঁরা লক্ষ্য করছেন ওই এসিওরেন্স সংস্থাটি রীতিমত কৌশল করে স্বাস্থ্যসাথী কার্ডের সুফলকে বানচাল করার চেষ্টা করে যাচ্ছে। তাঁদের এই প্রতিবন্ধকতার জন্য রোগীদের মনে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তাই অবিলম্বে ওই সংস্থাকে তাঁরা কালো তালিকাভূক্ত করার জন্য বাধ্য হয়েছেন। শুধু তাই নয়, আলহ্বাজউদ্দিন জানিয়েছেন, ওই সংস্থার এক ব্যক্তি রীতিমত অন্যায় আবদার করছেন নার্সিংহোম মালিকদের কাছে। তাঁর আবদার মানা হলে তিনি বিল পাস করছেন। আর তাঁর অন্যায় আবদার মানা না হলেই হয়রানি করা হচ্ছে। কার্যত এই ব্যবস্থায় চরম অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছেন একাধিক নার্সিংহোম কর্তৃপক্ষ।