১জুলাই থেকে বর্ধমানেও নিষিদ্ধ হচ্ছে থার্মোকল ও প্লাস্টিকের বিক্রি, ব্যবহার

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আগামীকাল অর্থাৎ ১জুলাই শুক্রবার থেকে গোটা দেশের সাথে বর্ধমান পুরসভা এলাকাতেও সরকারি নির্দেশে থার্মোকল ও থার্মোকল অনুসারী সমস্ত বিষয়ের ক্রেতা ও বিক্রেতার উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। একই সাথে ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিকের কোনো বস্তু বা দ্রব্যের ব্যবহার, সরবরাহ, বিতরণ সম্পূর্ন নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। নির্দেশ অমান্য করলে বিক্রেতাকে দিতে হবে ৫০০টাকা জরিমানা, পাশাপাশি ক্রেতাকে দিতে হবে ৫০ টাকা জরিমানা। বৃহস্পতিবার এই বিষয়ে বর্ধমান পৌরসভায় ব্যবসায়িক সংগঠনগুলিকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস, বিধায়ক খোকন দাস সহ পুরসভার অন্যান্য চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য, কাউন্সিলার গণ, বর্ধমান চেম্বার অফ কমার্স, ব্যবসায়ী সুরক্ষা সীমিত, তেঁতুলতলা বাজার মাছ ব্যবসায়ী সংগঠন ও অন্যান্য সংগঠনের এর প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

 

 

পরেশ চন্দ্র সরকার বলেন, ” রাজ্যের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের নির্দেশে আগামীকাল থেকেই এই নির্দেশ লাগু হয়ে গেলেও আগামী ৫জুলাই বর্ধমান শহরের সমস্ত ব্যবসায়ী এবং সংগঠনের কর্মকর্তা দের নিয়ে টাউন হলে একটি সভার আয়োজন করা হয়েছে।তার পরে টাউন হল থেকে উত্তর ফটক পর্যন্ত পরিবেশ সচেতনতায় একটি মিছিলের আয়োজন করা হবে। আগামী ১০তারিখ পর্যন্ত সকলকে থার্মোকল ও প্লাস্টিক ব্যবহার নিয়ে সচেতন করা হবে। তারপর থেকে যে বা যারা এই নির্দেশ অমান্য করবেন তার বিরুদ্ধে পুলিশ ও প্রশাসন নির্দিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

আরো পড়ুন