ফোকাস বেঙ্গল ডেস্ক, পূর্ব বর্ধমান: আগামী ১৯ থেকে ২১ ফেব্রুয়ারী বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে ২২তম বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধন হবে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অপর্ণা সেনের শেষ জুটির ছবি বহমান দিয়ে। উদ্বোধন করবেন বহমানের পরিচালক অনুমিতা দাশগুপ্ত।
বিজ্ঞাপন
বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সম্পাদক বাপ্পাদিত্য দাঁ জানিয়েছেন, প্রতিবছরই এই উৎসব অনুষ্ঠিত হয় নভেম্বর মাসে। কিন্তু এবারে করোনা জনিত কারণে ২০২০ সালের উৎসব অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে। শুধু তাইই নয়, প্রতিবছরই ৫দিনের এই
উৎসবে মোট ১০টি ছবি দেখানো হলেও এবারে উৎসব হবে ৩ দিনের। দেখানো হবে মোট ৫টি ছবি। বহমান ছাড়াও অসমিয়া ছবি সোনার বরণ পাখি, ইরানের ছবি রেনবো আইল্যাণ্ড, বাংলাদেশের ছবি ইতি তোমারই ঢাকা এবং জার্মানির ছবি সুইমিং। উদ্বোধনের দিন ছাড়া বাকি দুদিন দুটি করে ছবি দেখানো হবে।