ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলের প্রাক্তন ছাত্র সুদীপ্ত দাঁ-এর ২১তম জন্মদিনে নজীর সৃষ্টি হল। সুদীপ্ত জানিয়েছেন, এদিন ছিল তাঁর ২১তম জন্মদিন। আর তাঁর জন্মদিনেই তিনি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বর্ধমান শাখায় তাঁর দেহদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করলেন। আগামী দিনে বিজ্ঞান তথা চিকিৎসা বিজ্ঞানকে আরও সমৃদ্ধ করতেই তাঁর এই উদ্যোগ। শুধু তিনিই নন, তাঁর এই ইচ্ছাকে সম্মান জানাতে এদিন তাঁর ২১জন বন্ধু, দাদাও এই মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হলেন। যা আগামী দিনের মেডিকেল ছাত্রদের কাজে সহায়তা করবে বলেই সকলের আশা।
উল্লেখ্য, সুদীপ্তর এই সমগ্র ভাবনার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পাল্লারোড পল্লী মঙ্গল সমিতির সদস্যরা। সমিতির সম্পাদক সন্দীপন সরকার জানিয়েছেন, মাত্র ২১বছর বয়সী একজন ছাত্রের এই ভাবনাকে তাঁরা উপেক্ষা করতে পারেননি। বাস্তবিকভাবেই তিনি এবং তাঁদের সমিতির সাত জন সদস্যও এই মরণোত্তর দেহদানের কর্মসূচিতে উদ্বুদ্ধ হয়ে এদিন বর্ধমান বিজ্ঞান মঞ্চ শাখায় এসে নিজেদের নাম নথিভুক্ত করেছেন।