২৮ ফেব্রুয়ারী থেকে বর্ধমান উত্তর উৎসব, আসছেন অভিনেত্রী ঋতুপর্ণা

Souris  Dey

Souris Dey

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: মাধ‌্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই এবার শুরু হচ্ছে বর্ধমান উত্তর উৎসব ২০২০। আগামী ২৮ ফেব্রুয়ারী থেকে বর্ধমানের নেড়োদিঘী ভোতারপাড় এলাকায় শুরু হচ্ছে এই উৎসব। উৎসব চলবে ৫ মার্চ পর্যন্ত। উৎসব কমিটির সভাপতি নুরুল হাসান জানিয়েছেন, এবছর উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট বাংলার চলচ্চিত্র অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। থাকছেন বেশ কয়েকজন রাজ্য ও জেলার তৃণমূল নেতৃত্বও। 
উৎসবের বিভিন্ন দিনে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৯ ফেব্রুয়ারী অংশ নেবেন ছন্দবাণী নৃত্য ও অন্যান্য সঙ্গীত শিল্পীরা। ১ মার্চ থাকছেন সঙ্গীত শিল্পী মিস জোজো। ২ মার্চ থাকছেন রুদ্র সৈকত, কুমার সুরজিত ও মিস কুহেলি। ৩ মার্চ লহরী নন্দী। বুধবার ৪ মার্চ থাকছেন সতীশ গাজমের। ৫মার্চ মুম্বাইয়ের শিল্পী আলতাপ রাজা। 
নুরুল হাসান জানিয়েছেন, অন্যান্যবারের মত এবার উৎসব প্রাঙ্গণের থিম কৃষি শিল্প সংস্কৃতি ও সম্প্রীতি। তিনি জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার পর উচ্চমাধ্যমিকের কথা মাথায় রেখেই তাঁরা এবার মাইক ব্যবহারে নিয়ন্ত্রণ রাখছেন যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয়।

আরো পড়ুন