ফোকাস বেঙ্গল ডেস্ক,খণ্ডঘোষ: গ্রামবাসীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল প্রায় ৩০বছরেও কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তার কোনো সংস্কার করেনি বাম, ডান কোনো সরকার। একাধিকবার এই দাবিতেই ভোট বয়কটের হুমকি থেকে বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ দেখিয়েছেন বিক্ষুদ্ধ গ্রামবাসীরা। জেলা প্রশাসনের কাছেও বারবার দাবি জানিয়েছেন তাঁরা রাস্তা সংস্কারের। কিন্তু হয়নি। শেষমেশ বৃহস্পতিবার রাতে জেসিবি দিয়ে রীতিমত কেটে দেওয়া হল গুরুত্বপূর্ন রাস্তার অনেকটাই অংশ। আর এরফলে এই রাস্তা দিয়ে ছোট গাড়ি চলাচল করতে পারলেও কার্যত যাতায়াত বন্ধ হয়ে গেছে বালি খাদানে যাতায়াতকারী সমস্ত লরি,ট্রাক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের কামালপুর এলাকায়।
গ্রামবাসীদের অভিযোগ, রাস্তাটির অবস্থা দীর্ঘদিন ধরে খারাপ। একসময় রাস্তাটি পিচের তৈরি করা হয়েছিল। কিন্তু, এখন রাস্তায় পিচের কোনও অবশিষ্টই নেই। অভিযোগ, রাস্তাটি দিয়ে প্রতিদিন দামোদর নদের বালি খাদানের কয়েকশো লরি যাতায়াত করে। ফলে রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তা। গ্রামবাসীরা যাতায়াত করার সময় প্রতি মুহূর্তে বিপদের সম্মুখীন হচ্ছেন। এলাকার পড়ুয়ারা এই রাস্তা ধরেই স্কুল যাতায়াত করে। ফলে যে কোনও সময় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হচ্ছে। এমনকি রাতবিরেতে বিপদ অপদে রোগীকে নিয়ে হাসপাতাল নিয়ে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের বলে অভিযোগ।
এলাকাবাসীদের দাবি, জেলা পরিষদ, পঞ্চায়েত দপ্তর ও স্থানীয় বিধায়কের কাছে বারবার দাবি জানিয়েছেন তাঁরা। তা সত্ত্বেও রাস্তাটি সারানোর ব্যবস্থা করা হয়নি। তাই এমন রাস্তা থাকার চেয়ে না থাকার জন্যই বাধ্য হয়ে রাস্তাটি কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।