ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান অভিযান গোষ্ঠী পরিচালিত ৪৪তম বর্ধমান বইমেলা শুরু হচ্ছে ২৪ডিসেম্বর থেকে। শহরের শাখারী পুকুর হাউজিং মাঠে (উৎসব ময়দান) এই মেলা চলবে ২জানুয়ারি পর্যন্ত। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশত বর্ষ উপলক্ষে বইমেলার মঞ্চকে ‘অবন ঠাকুর মঞ্চ’ নামে নামাঙ্কিত করা হয়েছে।
২৪ডিসেম্বর বর্ধমান বইমেলার উদ্বোধন করবেন বিশিষ্ট চিত্রশিল্পী, শিল্প আলোচক, গ্রন্থকার এবং আনন্দ পুরস্কার ও বাংলা একাডেমি পুরস্কার সহ একাধিক পুরস্কারে ভূষিত শ্রী সুশোভন অধিকারী। ওইদিন মঞ্চে সন্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা সভাধিপতি শম্পা ধাড়া, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, সহ সভাধিপতি দেবু টুডু, অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) সনা আখতার।