---Advertisement---

৫টি চোরাই মোবাইল ফোন সহ মাধবডিহি থানার পুলিশ গ্রেপ্তার করল দুই ব্যক্তিকে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মাধবডিহি: ৫টি চোরাই মোবাইল ফোন সমেত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মাধবডিহি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মাধবডিহি থানার অন্তর্ভুক্ত পহলানপুর বাজার এলাকা থেকে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে চোরাই ৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

ধৃতদের নাম প্রশান্ত দাস ও ভানু মন্ডল। দুজনেরই বাড়ি খণ্ডঘোষ ব্লকের সগড়াই গ্রামে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলির কোনো বৈধ কাগজপত্র ধৃতরা দেখাতে পারেনি। আর এরপরই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ধৃতদের ৫দিনের পুলিশি হেফাজত চেয়ে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।
See also  কলকাতার সাপুরজি আবাসন কাণ্ডের পর বর্ধমানেও প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠল
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---