---Advertisement---

৬৩ হাজার সাবান আর ৬ হাজার মাস্ক নিয়ে তৈরী বর্ধমান জেলা পরিষদ

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: করোনার সংক্রমণ থেকে বাঁচতে এবার গ্রামবাসীদের হাতে সাবান এবং মাস্ক তুলে দেবার উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা পরিষদ। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, যদিও এখনও পর্যন্ত প্রয়োজনের তুলনায় অনেক কম মাস্ক এসে পৌঁছেছে। কিন্তু তারই মধ্যে প্রায় ৬ লক্ষ ৩০ হাজার টাকার ৬৩ হাজার সাবান চলে এসেছে জেলাপরিষদের হেফাজতে। খুব শীঘ্রই এই সাবান ও মাস্ক জেলা পরিষদের প্রত্যেক সদস্যের হাতে তুলে দেওয়া হবে। 
জানা গেছে, প্রত্যেক জেলা পরিষদ সদস্যকে ১ হাজার পিস সাবান এবং ১০০টি করে মাস্ক দেওয়া হবে তা এলাকায় বিতরণের জন্য। জানা গেছে, এই মাস্ক তৈরী করছে খণ্ডঘোষের একটি মহিলা স্বনির্ভর গোষ্ঠী। মোট ৬ হাজার পিস মাস্ক দরকার হলেও এখনও পর্যন্ত জেলা পরিষদ পেয়েছে মাত্র ২২০০ পিস। উল্লেখ্য, সাবান ও মাস্ক শুক্রবার থেকেই প্রত্যেকটি মহকুমায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট মহকুমা থেকে সদস্যরা তা সংগ্রহ করবেন। বর্তমানে পূর্ব বর্ধমান জেলাপরিষদের ৫৮ জন সদস্য ছাড়াও রয়েছেন মেন্টর ও কোমেন্টর সহ মোট ৬০ জন।
See also  বর্ধমানে বিজেপির জেলা পার্টি অফিসের উদ্বোধনেই গরহাজির খোদ সাংসদ, ক্ষোভ দলের অন্দরেই
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---