---Advertisement---

৯জুয়াড়িকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: গ্রাম্য উৎসব উপলক্ষে মেলায় জুয়োর আসর বসানোর অভিযোগে বর্ধমান থানার পুলিশ বর্ধমানের পালিতপুর এলাকা থেকে মির সেন্টু মল্লিক এবং শেখ নঈমুদ্দিন নামে ২জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি গতকালই শহরের কেষ্টপুর এলাকার একটি জুয়োর ঠেক থেকেও আরো ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন
ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শহর জুড়ে অবৈধ মদ,গাঁজা, জুয়োর ঠেকে নিয়মিত অভিযান চালানোর সময় বুধবার রাতে কেষ্টপুর এবং পালিতপুর থেকে ৯জনকে জুয়ো খেলার অভিযোগে গ্রেফতার করা হয়। জানা গেছে, ধৃত মির সেন্টু মল্লিক এবং শেখ নঈমুদ্দিনের বাড়ি বীরভূমের নানুর থানা এলাকায় এবং বাকিরা বর্ধমানের বাসিন্দা।
See also  বর্ধমানে রঙের দোকানে ভয়াবহ আগুন, ঝলসে গেলেন মালিক, চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---