বিদ্যুতের হাইটেনসন লাইনে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১ আহত ১

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: বিদ্যুতের হাই টেনসন লাইনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বিদ্যুৎ দপ্তরেরই একজন ঠিকাকর্মীর। মৃতের নাম সনত বাগদি (২৭)। আশঙ্কাজনক অবস্থায় আর এক ঠিকাকর্মী সুমন বাগদি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুদবুদ থানা এলাকার কসবা গ্রামে বাড়ি সনৎ বাগদির। গুরুতর আহত সুমন ফতেপুর গ্রামের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে গলসি থানার খানো মোড় এলাকায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার এগারো হাজার ভোল্টের তারের রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন এই দুই ঠিকা কর্মী। সেই সময়েই কোনভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারেই ঝুলতে থাকেন দুজনে। স্থানীয় মানুষরা দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গিয়ে দু’জন কে উদ্ধার করে পুরষা ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে আসে। সেখানেই সনত কে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সেখান থেকেই সমুন কে বর্ধমানে পাঠানো হয়।

বিদ্যুৎ দপ্তরের বর্ধমান নর্থ ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার ইমদাদুল মন্ডল বলেন, ‘যে জায়গায় কাজ চলছিলো সেখানে ১১ হাজার ভোল্টের একাধিক বাল্ক লাইন আছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে কোনোভাবে জেনারেটারের  লাইন ব্যাক করে এই ঘটনা ঘটেছে। তবে সামগ্রিক তদন্তের পরই সঠিক কারণ বলা যাবে।’ যদিও প্রয়োজনীয় সুরক্ষা না মেনেই ঠিকাদার সংস্থাটির কর্মীরা এভাবে কাজ করছিলেন বলেও অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে ইমদাদুল মন্ডল বলেন, ‘এই অভিযোগ আমরও পেয়েছি। ঠিকাদার সংস্থার কর্মীরা নিরাপত্তা সামগ্রী ব্যবহার করছিলেন কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’ পাশাপাশি কিভাবে ঘটল এই দুর্ঘটনা তার  তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশও।

আরো পড়ুন