---Advertisement---

স্কুটি নিয়ে কলকাতা থেকে বর্ধমান আসার পথে দুর্ঘটনায় মৃত ১,আহত ১জন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: কলকাতা থেকে স্কুটি নিয়ে বর্ধমানে বিয়েবাড়িতে আসার পথে বর্ধমানের জাতীয় সড়কের রামমুদি কলোনী এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল স্কুটির এক আরোহীর। সঙ্গী আরো একজন এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ব্যক্তির নাম সন্দীপ নস্কর(৩০)। আহত ব্যক্তির নাম মিন্টু মাঝি। তাদের বাড়ি কলকাতার বালিগঞ্জ এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, মঙ্গলবার সকালে দুজন ১টি স্কুটারে করে কলকাতা থেকে বর্ধমান আসছিল বিয়েবাড়িতে যোগ দিতে। এরপরেই বর্ধমানের জাতীয় সড়কের রামমুদি কলোনী এলাকায় তাদের স্কুটারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে রাস্তায় ছিটকে পড়েন দুজনেই। পিছন থেকে আসা ১টি ট্রাক সন্দীপ নস্করকে পিষে দেয়। ঘটনায় আহত হন মিন্টু মাঝি। পুলিশ দুজনকেই উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায়। মঙ্গলবার সন্দীপের মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান পুলিশ মর্গে।

See also  বর্ধমান সিউড়ি রোডে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---