---Advertisement---

গলসির হোটেলে হানা পুলিশের, আটক ১৫জন মহিলা ও পুরুষ সহ মালিক ও ম্যানেজার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, গলসি: গোপন সূত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার গলসির সিমনোর মোড় এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে পুলিশ ১২ জন মহিলা ও ৩ জন পুরুষ কে হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে আটক করলো। আটক করা হয়েছে হোটেলের মালিক ও ম্যানেজার কেও। এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়ায় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বেশকিছু দিন ধরে ওই হোটেলে মধুচক্র চলছিল। গোপন সুত্রে খবর পেয়ে এদিন হোটেল ঘিরে রাখে গলসি পুলিশ। এরপরই হানাদারী চালায় পুলিশ।

বিজ্ঞাপন

অভিযানে উপস্থিত ছিলেন ডিএসপি অজয় শংকর চট্টোপাধ্যায়, সিআই শৈলেন্দ্র উপাধ্যায় সহ গলসি থানার ওসি অরুণ সোম। এদিন আচমকা হোটেল টি বিশাল পুলিশ বাহিনী ঘিরে ফেলে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার হানা দিয়েছে পুলিশ। গলসি থানার অন্তর্গত সিমনোড় এলাকার ঘটনা।

See also  দামোদরের জল কমতেই বেলকাশ ও জুজুটি এলাকা থেকে চলছে ব্যাপক বালি চুরি, ফের 'সেটিং' তত্ত্বের অভিযোগ স্থানীয়দের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---