লাইফ টক

লোহা কারখানার ভাটি ফেটে গুরুতর জখম ১৫জন শ্রমিক, চাঞ্চল্য বড়জোড়ায়

ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া: বাঁকুড়ার বড়জোড়ার ঘুটগড়িয়া শিল্প তালুকে একটি বেসরকারী লৌহ ইস্পাত কারখানার ‘ভাটি’ ফেটে গুরুতর জখম ১৫ জন শ্রমিক। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরী ছড়িয়েছে। ঘটনার পরই আহতদের দ্রুত উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়জোড়া থানার পুলিশ।

আহতদের দেখতে হাসপাতালে পৌঁছেছেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জী। বিধায়ক  বলেন, ‘লোহা, ইস্পাত ও রোলিং মিলের একটি  কারখানার ব্লাস্ট ফার্নেস ফেটে প্রায় ১৫জন শ্রমিক গুরুতর জখম হয়েছেন। যে সময় দুর্ঘটনাটি ঘটে সেইসময় কারখানায় লোহা গলিয়ে তরল করা হচ্ছিল। সেইসময় যেসমস্ত শ্রমিক সেখানে কাজ করছিলেন তাদের ওপর তরল গরম লোহা ছিটকে লাগে। প্রাথমিকভাবে ১৫ জন শ্রমিক আহত হয়েছেন বলে কারখানা সূত্রে জানতে পেরেছি। আমরা সব রকমভাবে চেষ্টা চালাচ্ছি যাতে দ্রুত সকলের চিকিৎসা শুরু হয়।’