---Advertisement---

জামালপুরে চালানবিহীন অতিরিক্ত বালি বোঝাই ১৬ টি গাড়ি আটক, গ্রেপ্তার ১৭ জন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: চালান বিহীন অতিরিক্ত বালি বোঝাই ১৬ টি ডাম্পার আটক করলো পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ।  গ্রেপ্তার করা হয়েছে ১৭ জন কে। বেআইনিভাবে বালি পাচার করার অভিযোগ আসছিল বেশকিছু দিন ধরেই বলে পুলিশ সূত্রে খবর। এরপরই শুক্রবার চালান বিহীন অতিরিক্ত বালি বোঝাই ১৬ টি গাড়ি আটক! গ্রেপ্তার ১৭ জন বেআইনিভাবে বালি পাচার রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার পুলিশ।

বিজ্ঞাপন

গতকাল অভিযানে নামতেই বড়সড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার রাতভর জামালপুর ব্লকের পাঁচড়া কিষাণ মান্ডি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত বালি বোঝাই, চালানবিহীন ১৬ টি ডাম্পার আটক করা হয়। পাশাপাশি চালক ও খালাসি মিলিয়ে ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, কোনো গাড়িতেই বালি পরিবহনের বৈধ কোনো কাগজ (e chalan) ছিলনা। এরপরই বালির গাড়িগুলোকে আটক করা হয়। ধৃতদের শনিবার পেশ করা হয় বর্ধমান আদালতে।

See also  বর্ধমানের শক্তিগড়ে নাবালিকার ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে পুলিশ প্রশাসনের সঙ্গে দেখা করলেন বিজেপির অগ্নিমিত্রা পল
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---