---Advertisement---

মাঝরাতে বর্ধমান-আরামবাগ রোডে অভিযান পুলিশের, আটক ১৮টি বালির লরি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: বর্ধমান-আরামবাগ ৭নং রাজ্য সড়কের ওপর রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে রায়না থানার পুলিশ ১৮টি বালির লরি কে আটক করল। তার মধ্যে একটি গাড়ির কোন চালান না থাকায় সেটির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বাকি গারিগুলোর চালানে অসঙ্গতি থাকায় এবং অন্য জায়গার চালান ব্যবহার করে অবৈধভাবে অন্যত্র থেকে বালি পরিবহন করার অপরাধে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, সব কটি গাড়ি কে আটক করে জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। পরবর্তীতে ভূমি দপ্তর এই গাড়িগুলোর প্রত্যেকটির ৩০হাজার টাকা করে জরিমানা করে। পুলিশ সূত্রে জানা গেছে, খন্ডঘোষ, রায়না, বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে স্টক বালি নিয়ে প্রতিদিন কয়েকশো বালির গাড়ি বর্ধমান আরামবাগ রোড দিয়ে মেদনিপুর, কলকাতা সহ বিভিন্ন জায়গায় যায়।

সূত্রের খবর এই সমস্ত বালির গাড়িগুলো এক জায়গার চালান দিয়ে আরেক জায়গা থেকে বালি নিয়ে ব্যবসা করছে। গতকাল নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। ১৮টি বালির গাড়ি কে আটক করা হয়। এই ধরনের অভিযান চলবে বলেই পুলিশ সূত্রে জানা গেছে।

See also  নদনদী থেকে বর্ষাকালীন বালি উত্তোলন বন্ধের সময়সীমা আদৌ কি বাড়বে! চিন্তায় ঘাট মালিক থেকে শ্রমিকরা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---