---Advertisement---

বর্ধমান শহর জুড়ে পুলিশি হানাদারী, জুয়ার ঠেক থেকে গ্রেপ্তার ১৮, উদ্ধার নগদ ১১হাজার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: কালীপুজোর আগে বর্ধমান শহরের আইনশৃঙ্খলা নিরুপদ্রব রাখতে বর্ধমান থানার পুলিশ একদিকে যেমন শব্দবাজি বিক্রির বিরুদ্ধে একের পর এক অভিযান চালাচ্ছে, বাজেয়াপ্ত করেছে প্রচুর নিষিদ্ধ শব্দবাজি, পাশাপাশি শহর জুড়ে জুয়ার ঠেক গুলোতেও হানাদারি শুরু করা হয়েছে।শনিবার রাতে অভিযান চালিয়ে শহরের নারীমোড় বেলবাগান এলাকার একটি ক্লাব থেকে এবং সদরঘাট ইডেন ক্যানেল এলাকা থেকে যথাক্রমে ৯জন করে মোট ১৮জন জুয়াড়ি কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, দুটি জায়গার জুয়ার আসর থেকে নগদ ১১হাজার ৯০টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এরমধ্যে নারীমোড় বেলবাগানের আসর থেকে ৬৯৬০টাকা এবং সদরঘাট এলাকার জুয়ার আসর থেকে ৪১৩০টাকা নগদ উদ্ধার হয়েছে। এছাড়াও জুয়া খেলার জন্য ব্যবহৃত বেশ কিছু তাস উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের রবিবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। ডিএসপি ট্রাফিক ২ রাকেশ চৌধুরী বলেন, ” দুর্গা পুজোর আগে থেকেই মদ, গাঁজা, হেরোইন, জুয়ার বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হচ্ছে। সামনে কালীপুজো, তার আগে এই হনাদারি আরো জোরদার করা হয়েছে। আগামীদিনে এই ধরনের অভিযান লাগাতার চলবে।”

See also  মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই জেলার ভূমি আধিকারিকদের অভিযানে নামার নির্দেশ পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---