festival

১৯ – ২৭ জানুয়ারি বর্ধমানে ১৯তম শিশু মেলা, আকর্ষণের কেন্দ্রে হন্টেড হাউস, ডাইনোসর, গোলকধাঁধা

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: শিশুদের মনের বিকাশের সাথে ওদের মন জয় করতে এবার বর্ধমানে চলতি উৎসব ও মেলার ভিড়েই শুরু হতে চলেছে ১৯তম শিশু মেলা। ছোটদের সাথেই হারিয়ে যাওয়া শৈশব কে আরো একবার উপভোগ করার হাতছানি বড়দের সামনেও এনে দিতে চলেছে এই শিশু মেলা। আগামী ১৯ জানুয়ারী থেকে ২৭ জানুয়ারী চিলড্রেনস কালচারাল সেন্টারের উদ্যোগে আলমগঞ্জ, কল্পতরু মাঠে আয়োজন করা হচ্ছে এই শিশু মেলার। 

শিশুমেলা কমিটির সম্পাদক সৌগত হালদার বলেন,’ বর্ধমানের গর্ব এই শিশু মেলা। এবছর বর্ধমান শিশু মেলা কমিটির পরিচালনায় ঊনিশ তম শিশু মেলার অঙ্গ হিসাবে থাকছে বিভিন্ন প্রদর্শনী ও সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। শিশুদের মনোরঞ্জনের জন্য মেলার আপাদমস্তক নানান মজাদার প্রদর্শনী দিয়ে ঘিরে রাখা হবে। ৪থেকে ১৬বছর বয়সী দের জন্য আঁকা, নাচ,গান, দাবা খেলা, কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকছে এই মেলা কে ঘিরে। অভিভাবকদের সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে তাঁদের সন্তানদের নিয়ে একদিনের জন্য হলেও ওদের জন্যই এই মেলায় আসার।

মেলার প্রবেশ অবাধ। এবছরের মুখ্য আকর্ষন হন্টেড হাউস, ডাইনোসর, ড্রাগন, গোলক ধাঁধা সহ আরো অনেক কিছু। থাকছে ফুলের প্রদর্শনী। প্রতিদিন অতিথি শিল্পীদের গানের আসর এই মেলার অন্যতম আকর্ষণ। মেলায় এলে খাওয়া দাওয়া না হলে জমেই না, তাই শিশু মেলায় এবার থাকছে নানান সুস্বাদু একাধিক খবরের স্টল। ১৯তারিখ এই মেলার উদ্বোধন করতে আসতে চলেছেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। উপস্থিত থাকবেন বিধায়ক খোকন দাস। 

মেলা কমিটির অন্যতম সদস্য মণীশ সিংহ জানিয়েছেন, ১৯জানুয়ারি টাউন হল থেকে কল্পতরু উৎসব ময়দান পর্যন্ত এই শিশু মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। গত দু বছর করোনার প্রকোপের কারণে এই শিশু মেলার আয়োজন করা যায়নি। এবছর তাই শিশু মেলার পুরনো ঐতিহ্য ধরে রেখেই আরো আকর্ষণীয় ভাবে আয়োজন করার চেষ্টা করা হয়েছে। সকলকে সাদর আমন্ত্রণ।