ফোকাস বেঙ্গল ডেস্ক, পূর্বস্থলী: দুষ্কৃতি দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় ফের বড়সড় সাফল্য পেলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর শুলন্টু পেপার মিলের কাছ থেকে শুক্রবার ১০০ রাউন্ড গুলি এবং একটি পাইপ গান সমেত দুজনকে গ্রেফতার করেছে নাদনঘাট থানার পুলিশ।

শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করে এমনই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার। জানা গিয়েছে, ধৃত ইজাবুল শেখ এবং চুরু শেখ পূর্বস্থলী থানা এলাকার বাসিন্দা। বিপুল পরিমাণ কার্তুজ ধৃতরা কেন মজুদ করেছিল সেটাই এখন ভাবাচ্ছে পুলিশকে। এর সাথে কোনো আন্ত:রাজ্য কিংবা আন্তর্জাতিক যোগ আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে শুক্রবারই কালনা আদালতে পেশ ধৃতদের পেশ করেছে পুলিশ।