---Advertisement---

ঘুমিয়ে গিয়ে পেরিয়ে যাচ্ছেন স্টেশন! চেন টেনে দাঁড় করানো হচ্ছে ট্রেন, আগস্টেই গ্রেপ্তার ২৬জন যাত্রী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: নির্দিষ্ট যে স্টেশনে যাত্রীর নামার কথা, ট্রেনে ঘুমিয়ে পড়ার জন্য সেই স্টেশনে নামতে পারছেন না যাত্রী। যখন ঘুম ভাঙছে তখন সহযাত্রীদের কাছে জানতে পেরে ট্রেনের আপৎকালীন (Alarm) চেন টেনে ট্রেন থামিয়ে দিচ্ছেন যাত্রীরা। এমনকি অনেক সময় পরিবারের লোকেদের সঙ্গে এক ঝলক দেখা করতে ট্রেনে উঠে ট্রেন ছেড়ে দেওয়ার পর হুঁশ ফিরছে এইসব লোকেদের। ফলে পরিবারের লোকেদের ট্রেন থেকে নামিয়ে দেওয়ার জন্য ব্যবহার করছে অ্যালার্ম চেন। আর এই সমস্ত অযৌক্তিক কারণে যখন তখন অ্যালার্ম চেন ব্যবহারের ফলে একদিকে যেমন বিভিন্ন দূরপাল্লার ট্রেনের নির্দিষ্ট সময়ে যাত্রা বিলম্ব হচ্ছে, অন্যদিকে বহু যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে।

বিজ্ঞাপন

আর এবার গুরুতর কারণ ছাড়া যখন তখন ট্রেনের অ্যালার্ম চেন টেনে ট্রেন থামানোর অপরাধে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের একাধিক স্টেশন সহ বর্ধমান স্টেশনে অভিযান চালিয়ে রেলওয়ে সুরক্ষা বাহিনী চলতি আগস্ট মাসে ২৬ জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন থেকে ৬জন যাত্রীকে গ্রেপ্তার করেছে রেল সুরক্ষা বাহিনীর পুলিশ।

বর্ধমান রেল স্টেশনের আরপিএফ পোস্ট সূত্রে জানা গেছে, আগস্ট মাসের এই সময়ের মধ্যে চেন পুলিং এর জন্য মোট ২৯টি ট্রেন সময়ানুবর্তিতা হারিয়েছে। এবং এই ঘটনার প্রতিক্রিয়ায় আরও ১০টি ট্রেন সময়ানুবর্তিতা হারিয়েছে। যুক্তিসঙ্গত কারণ ছাড়াই অ্যালার্ম চেইন প্রয়োগ করে ট্রেন থামিয়ে দেওয়ার ফলে যেমন যাত্রীদের যাত্রায় বিঘ্ন ঘটে, একইসাথে চেন পুলিং এর ফলে রেলের অপারেটিং খরচও বেড়ে যায় বলে রেল সূত্রে জানানো হয়েছে। রেলওয়ে সুরক্ষা বাহিনী এই ধরনের বেআইনি কাজের সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি রেলে ভ্রমণকারী যাত্রীদের সচেতন করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে।

See also  পুরী সহ দক্ষিণভারত ঘোরার বিশেষ পর্যটন ট্রেন এবার থামবে বর্ধমান স্টেশনেও, খুশি ভ্রমণ পিপাসুরা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---