ক্রাইম

খন্ডঘোষে চালানবিহীন ৪টি বালির গাড়ি আটক,গ্রেপ্তার চার, জরিমানা

ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: ফের বিনা চালানে বেআইনি ভবে বালি পরিবহনের অপরাধে খন্ডঘোষ থানার পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চারটি বালির গাড়ি আটক করেছে। গাড়ির চালকদের বিরুদ্ধে বালি পরিবহনের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিটি গাড়ির নির্দিষ্ট জরিমানা করা হয়েছে। পাশাপাশি রাজ্য মাইনস এন্ড মিনারেল আইনে মামলা করে শুক্রবার বর্ধমান আদালতে রায়না, মন্তেশ্বর, উত্তর ২৪ পরগনা ও হুগলীর চারজন ব্যক্তিকে পেশ করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, খন্ডঘোষের বিভিন্ন জায়গা থেকে রাতের দিকে প্রচুর বালির গাড়ি বাঁকুড়া মোড় হয়ে বর্ধমান ও হুগলীর দিকে চলে যায়। এই সমস্ত গাড়িগুলোর বেশিরভাগেরই চালান বর্ধমানের মিরছোবা, সদরঘাট কিংবা জামালপুরের ঠিকানায় থাকে। ফলে ঠিকমতো পুলিশি অভিযান চললে প্রতিদিনই অনেক বালির গাড়ি ধরা পড়বে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে খন্ডঘোষের দইচাঁদা ও সালুন মোড় এলাকায় পুলিশ ওভারলোড ও বেআইনি ভাবে বালি পরিবহনের বিরুদ্ধে অভিযান চালানোর সময় দশ বারোটি গাড়ি কে আটক করে কাগজপত্র দেখতে চাইলে চারটি বালির গাড়ির চালক কোন চালান পুলিশ কে দেখাতে পারেনি। এরপরই চালান বিহীন গাড়ি গুলোকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, বেআইনি ভাবে বালি পরিবহন রুখতে প্রায়ই অভিযান চালানো হয়। আগামীদিনে এই ধরনের অভিযান জারি থাকবে।

ছবি – ফাইল