মেমারিতে সিপিএমের প্রতীকে ছাপ মারা ৪৪টি ব্যালট উদ্ধার, চাঞ্চল্য

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: পঞ্চায়েত ভোটে শাসক দল তৃণমূল ব্যাপক ছাপ্পা ভোট দিয়েছে বলে ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ জানিয়েছিল পূর্ব বর্ধমানের বিরোধী রাজনৈতিক দলগুলো। গণনার দিনেও ব্যাপক কারচুপি চালিয়েছে শাসকদলের কর্মী, নেতারা বলেও অভিযোগ বিরোধীদের। পরবর্তীতে ফল ঘোষণার পর জেলার বিভিন্ন জায়গায় দেখা গেছে বিরোধী দলের প্রতীকে ছাপ মারা গুচ্ছ গুচ্ছ ব্যালট পেপার ঝোপ ঝাড় কিংবা খোলা জায়গায় পাওয়া যাচ্ছে। আর এইভাবে ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই শাসক দলের বিরুদ্ধে ভোট লুঠ নিয়ে সোচ্চার হয়েছে বিরোধী দলগুলো। ইতিমধ্যে এব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পাশাপাশি আদালতে মামলা করার বিষয়েও প্রস্তুতি নিচ্ছে বিরোধী দলগুলো বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এবার মেমারির বাগিলা জিপির নুদিপুরের ১৭ ও ১৮ নং আসনের ৪৪ টি কাস্তে, হাতুড়ি ও তারা চিহ্নে ছাপ দেওয়া ব্যালট পেপার উদ্ধার হল মেমারি কলেজের মাঠ থেকে। সিপিআইএমের জেলা কমিটির সদস্য সনৎ ব্যানার্জী বলেন, ‘ এই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তৃণমূলের সঙ্গে প্রশাসন হাত মিলিয়ে গণনার দিন কিভাবে কারচুপি করেছে। জেলার বহু জায়গায় সিপিআইএমের প্রার্থীদের হারাতে এইভাবেই ব্যালট লুঠ করে ফেলে দিয়েছে ওরা। আমরা ইতিমধ্যেই জেলা নেতৃত্বকে জানিয়েছি এই ঘটনার বিষয়ে। জেলার রিটার্নিং অফিসারকে অভিযোগ জানানোর পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। আদালতে মামলাও করা হবে।’

অন্যদিকে জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস ব্যালট উদ্ধারের প্রসঙ্গে বলেন,’ এইসব সম্পূর্ন মিথ্যা অভিযোগ। এসবের কোন ভিত্তি নেই। নির্বাচনে মানুষের রায়ে পর্যুদস্ত হওয়ার পর বিরোধীরা এখন এইসব মিথ্যার আশ্রয় নিয়ে টিকে থাকার চেষ্টা করছে। ওরা নিজেদের বাড়িতেই বোম মেরে তৃণমূলের ঘাড়ে দোষ চাপায়। আর পড়ে ওদেরই প্রার্থী বোম মারার ঘটনায় গ্রেপ্তার হয়। রাজ্যের মানুষ সিপিএম, বিজেপির চরিত্র সম্পর্কে ওয়াকিবহাল। তৃণমূল মানুষের ভোটে জিতে আসছে। আমাদের কোন কারচুপি করার প্রয়োজন হয়না।’

আরো পড়ুন