মেডিটেক সুপার স্পেশালিটি হাসপাতালের চতুর্থ বর্ষ প্রতিষ্ঠা দিবস পালন

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ‘অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি রক্ত সংকট মেটানাও আমাদের লক্ষ্য। আর তাই প্রতিবছর আজকের এই দিনটিতেই আমার হাসপাতালে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীরা স্বেচ্ছায় রক্ত দিয়ে যেমন তাদের মূল্যবোধের পরিচয় দিয়েছেন, একই সাথে সমাজের প্রতি যে আমরা সকলে দায়বদ্ধ তারও প্রমাণ রেখেছেন।’ বর্ধমান শহরের নবাবহাট এলাকায় অবস্থিত মেডিটেক সুপার স্পেশালিটি হাসপাতালে চতুর্থ বর্ষ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে সংস্থার কর্ণধার মহম্মদ আব্বাসউদ্দীন সংবাদ মাধ্যমকে এই কথাগুলো এদিন জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন, প্রতিবছর আজকের দিনে মেডিটেক হাসপাতালের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। এবং যথারীতি হাসপাতালের ৭০জন কর্মীর মধ্যে ৫০জন পুরুষ মহিলা এদিন স্বেচ্ছায় রক্তদান করেছেন। আব্বাসউদ্দীন সাহেব বলেন, ‘সারাবছরই আমরা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত থাকি। শারদ উৎসবের দিনগুলোতে যেমন চিকিৎসা পরিষেবা ক্যাম্প ও অ্যাম্বুলেন্স পরিষেবা চালু রাখা হয়, তেমনি ছট পুজো উপলক্ষে সদরঘাট এলাকায় পুণ্যার্থীদের সুবিদার্থে একই ভাবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসক রেখে পরিষেবা দেওয়ার বন্দোবস্ত করা হয়। এছাড়াও নানান সমাজসেবা মূলক কাজে আমরা হাসপাতালের পক্ষ থেকে এগিয়ে আসি। ‘

এদিন মেডিটেক হাসপাতালের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন, বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস সহ বহু চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশ্বনাথ রায় এদিন বলেন, ‘শহরের উপকন্ঠে অবস্থিত উন্নতমানের চিকিৎসা পরিষেবার জন্য খ্যাত এই হাসপাতালের প্রতিষ্ঠা দিবসে তাদের নিজেদেরই কর্মীরা রক্ত দান করে খুবই মহৎ কাজ করেছেন। আগামীদিনে এই হাসপাতাল কর্তৃপক্ষ সমাজের জন্য আরো ভাল কাজ করুক এটাই আমরা চাই।’ অন্যদিকে আইসি দিব্যেন্দু দাস মেডিটেক হাসপাতালের এই উদ্যোগের প্রশংসা করে কর্তৃপক্ষের কাছে আবেদন রাখেন, প্রখর গ্রীষ্মেও যেনো তারা এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করে সমাজের প্রতি তাদের কর্তব্য পালন করেন।

আরো পড়ুন