---Advertisement---

অবৈধভাবে অতিরিক্ত বালি পরিবহনের অভিযোগে খন্ডঘোষ ও গলসি তে ৫টি ট্রাক আটক, গ্রেফতার পাঁচজন চালক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বেআইনি ভাবে বালি পরিবহনের অভিযোগে পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ও গলসি থানার পুলিশ যথাক্রমে ১টি ৪টি বালি বোঝাই ট্রাক আটক করেছে। একই সাথে গাড়িগুলোর চালকদের গ্রেপ্তার করা হয়েছে। খণ্ডঘোষ ও গলসি থানার পুলিশ ধৃত ট্রাক চালককে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করে। 

বিজ্ঞাপন

পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে খন্ডঘোষ এলাকার রাওতারা-গোপালবেড়া এলাকায় বেআইনি ভাবে ওভারলোড করে বালি নিয়ে যাবার অভিযোগে ১ টি ট্রাক্টর আটক করে খন্ডঘোষ থানার পুলিশ। আটক গাড়িটির চালক কে  জিজ্ঞাসাবাদ করলে সেই ব্যক্তি কোন বৈধ কাগজ দেখাতে না পারায় পুলিশ গাড়ি চালককে গ্রেফতার করে। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম প্রনব ঘোষ, বাড়ি বাঁকুড়া জেলায়। ধৃতকে শুক্রবার বর্ধমান আদালতে তোলা হয়।

অন্যদিকে বেআইনি ভাবে বালি নিয়ে যাবার অভিযোগে ৪ টি বালি বোঝাই ট্রাক আটক করেছে গ ল সি থানার পুলিশ। গাড়িগুলোর চালক দের গ্রেফতার করেছে গলসী থানার পুলিশ। ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে তোলা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে গলসী থানা এলাকার জাতীয় সড়কে অতিরিক্ত বালি নিয়ে যাবার অভিযোগে ৪ টি ট্রাক কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে চালকরা বৈধ কাগজ দেখাতে না পারায় গাড়ি চালকদের গ্রেফতার করে গলসি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, গাড়িগুলোতে ৭০০ সিএফটি করে বালি নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতরা হলেন বসিরহাট থানা এলাকার কাজল পাল, গলসী থানা এলাকার শেখ আনারুল এবং ধৃত রাম পাকুর মাহাতো ও ফুলচাঁদ রায় বিহারের বাসিন্দা। 

ছবি – ফাইল

See also  ৭৫ মাইক্রণের নিচে প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ ঘোষণা করল বর্ধমান পুরসভা, ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি, নিয়ম লাগু হচ্ছে ২মে থেকে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---