---Advertisement---

চাষের জমি থেকে মাটি চুরি করে পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬জন, আটক ৪টি ট্রাক্টর ও জেসিবি মেশিন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,দেওয়ানদীঘি: বর্ধমানের দেওয়ানদীঘি থানার খেতিয়া গ্রাম পঞ্চায়েতের পারুই গ্রামের মাঠে চাষ জমি থেকে জেসিবি মেসিন দিয়ে জোরদার চলছিলো মাটি চুরি। পুলিশের কাছে এই বিষয়ে খবর আসতেই মঙ্গলবার দেওয়ানদীঘি থানার ওসি শরিফুল শেখ এর নেতৃত্বে পুলিশ বাহিনী পৌঁছে মাটি ভর্তি পাঁচটি ট্রাকটর ও একটি জেসিবি মেসিন বাজেয়াপ্ত করা হয়।

বিজ্ঞাপন

পাশাপাশি মাটি চুরির অভিযোগে ছ’জন কে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের আগামীকাল বর্ধমান জেলা আদালতে পেশ করা হবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন ইট ভাটা তে মাটি সরবরাহ করার উদ্দেশ্যে স্থানীয় কিছু মাফিয়া চাষের জমি থেকে মাটি চুরি করে পাচার করছিল। বেশকিছুদিন ধরে এই বিষয়ে খবর আসছিল থানায়। এদিন অভিযান চালিয়ে গাড়ি,মেশিন সহ চালকদের গ্রেপ্তার করা হয়েছে।

See also  প্রশাসনের নজরদারির অভাবে বর্ধমানে পাচার হয়ে যাচ্ছে বাজেয়াপ্ত মজুদ বালি!
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---