বিনা চালানে বালি পরিবহনের অভিযোগে ৬টি গাড়ি আটক, গ্রেপ্তার ৬ জন

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বিনা চালানে বালি নিয়ে যাবার অভিযোগে শনিবার গভীর রাতে ৫ টি বালি বোঝাই লরি আটক করেছে গলসি থানার পুলিশ। পাশাপাশি গাড়িগুলোর ৫ জন চালককেও গ্রেপ্তার করেছে। ধৃতদের রবিবার বর্ধমান আদালতে তোলা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সুত্রে জানা গেছে,গতকাল গভীর রাতে গলসী থানার জাতীয় সড়কের ওপর রাকোনা এলাকায় দুর্গাপুরের দিক থেকে বালি নিয়ে আসার সময় ৫ টি লরি কে আটক করে পুলিশ। চালকদের জিজ্ঞাসাবাদ করলে বালি পরিবহনের কোন বৈধ কাগজ দেখাতে না পারায় গাড়ি চালকদের গ্রেফতার করে গলসি থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতরা হল গাইঘাটা থানা এলাকার ভোলা দাস, রবীন্দ্র নগর থানা এলাকার মুন্না মাহাতো, পাকুর থানা এলাকার রহিম আলি, চাপরা থানা এলাকার নোকা রায় এবং বিহারের বাসিন্দা ধর্মেন্দ্র রায়।

অন্যদিকে বেআইনি ভাবে বালি নিয়ে যাবার অভিযোগে ১ টি বালি বোঝাই ট্রাক্ট্রর আটক করেছে খন্ডঘোষ থানার পুলিশ। পাশাপাশি ট্রাক্টরের চালককেও গ্রেফতার করেছে পুলিশ।ধৃতকে রবিবার বর্ধমান আদালতে তোলা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে খন্ডঘোষ এলাকার দাইচাঁদা এলাকায় ওভারলোড ভাবে বালি নিয়ে যাবার অভিযোগে ১ টি ট্রাক্টর কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে চালক কোন বৈধ কাগজ দেখাতে না পারায় গাড়ির চালককে গ্রেফতার করে খন্ডঘোষ থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম সামিন হোসেন মোল্লা। সে উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। ধৃতকে রবিবার বর্ধমান আদালতে তোলা হয়।

আরো পড়ুন