---Advertisement---

বর্ধমানে খাবার খেয়ে ৬৪জন পড়ুয়া অসুস্থ, তীব্র আলোড়ন, ব্যাপক বিক্ষোভ নবস্থায়

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, মেমারি: প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে এলাকাবাসীকে সচেতন করার জন্য নবস্থা ২গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বর্ধমান ২ ব্লকের আউশা প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ারাদের নিয়ে শুক্রবার সকালে একটি র‍্যালি র আয়োজন করা হয়েছিল। সেই র‍্যালি তেই কচিকাঁচাদের হাতে তুলে দেওয়া হয় বিস্কুটের প্যাকেট ও প্যাকেটজাত ঠান্ডা পানীয়। আর তা খেয়ে একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তীব্র আলোড়ন পড়েছে। ইতিমধ্যে প্রায় পঞ্চাশ জনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে বর্ধমান মেডিকেলে। বাকিদের নিয়ে যাওয়া হয়েছে বড়শুল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে।

বিজ্ঞাপন

এদিকে ছেলেমেয়েদের এইভাবে অসুস্থ হয়ে পড়ায় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। বর্ধমান কালনা রোড অবরোধ করে দেন তাঁরা। যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক পৌঁছলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় ও পড়ুয়াদের বাবা মায়েরা। খবর পেয়ে অবরোধ তুলতে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এলাকায়। অভিযোগ বিক্ষোভকারীরা পুলিশ কে দেখে ইট, পাটকেল ছুঁড়তে শুরু করলে পুলিশ লাঠি উঁচিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি সামাল দেওয়া চেষ্টা করে।

বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা.  কৌস্তভ নায়েক বলেন,”  মোট ৬৪জন বাচ্ছা কে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে, কোনো তরল পানিও বা খাবার খাওয়ার জন্য সমস্যা তৈরি হয়েছে। তবে দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় সকলেই বর্তমানে সুস্থ আছে। কিছুক্ষণ পর্যবেক্ষণের পর ধীরে ধীরে সবাইকেই ছেড়ে দেওয়া হবে।”

See also  বর্ধমান মেডিক্যাল থেকে গ্রেপ্তার এক প্রতারক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---