ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান রেলওয়ে স্টেশনে ডাউন চম্বল এক্সপ্রেস থেকে বুধবার সকালে আরপিএফ ৯৮টি জীবিত কচ্ছপ উদ্ধার করেছে। কচ্ছপ গুলোকে পাচারের উদ্দেশ্যে তিনটি পিঠ ব্যাগ ও একটি নাইলনের ব্যাগে ভরে ট্রেনের সিটের নিচে নিয়ে যাওয়া হচ্ছিল। এদিন সকালে আরপিএফ এর কর্তব্যরত অফিসারেরা ট্রেনের জেনারেল বগিতে চেকিং করার সময় এই ব্যাগ গুলো দেখতে পায়। যদিও ব্যাগ গুলোর কোন দাবিদার পাওয়া যায়নি বলেই আরপিএফ সূত্রে জানানো হয়েছে।
যেহেতু কচ্ছপ গুলো জীবিত অবস্থায় ছিল তাই বন্য প্রাণ সংরক্ষণ আইন মেনে বর্ধমান বন দপ্তরের রেঞ্জ অফিসার কে বিষয়টি জানায় রেল পুলিশ। এরপর বন দপ্তর থেকে অফিসারেরা পৌঁছে কচ্ছপ গুলোকে রমনা বাগান ফরেস্টে নিয়ে আসে। বন দপ্তর সুত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া কচ্ছপ গুলোকে আপাতত পর্যবেক্ষণে রমনা বাগানেই রাখা হয়েছে। পরবর্তীতে এগুলিকে বিভিন্ন জলাশয়ে ছেড়ে দেওয়া হবে।