---Advertisement---

ভোটের মুখে পূর্ব বর্ধমান সহ তিন জেলার জেলাশাসক পদে রদবদল

Souris Dey

Published

বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: নির্বাচন কমিশনের নির্দেশে এবার বদলি করে দেওয়া হল পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুরের জেলাশাসকদের। বুধবারই এই নির্দেশ রাজ্যের মুখ্য সচিবের দপ্তরে এসে পৌঁছেছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

 উল্লেখ্য রাজ্যের বিধানসভা ভোটের আট দফার মধ্যে পঞ্চম ও ষষ্ঠ দফার ভোট রয়েছে এই জেলাগুলিতে। আর তার আগেই তিনটি জেলার জেলাশাসকের বদলির নির্দেশে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও কমিশন এরআগেও ভোটের মুখে বিভিন্ন জেলার পুলিশ ও প্রশাসনে একাধিক রদবদল করেছে।

 

প্রসঙ্গত, পূর্ব বর্ধমানে নতুন জেলাশাসক হিসাবে দায়িত্ব নিচ্ছেন আই এ এস মিস শিল্পা গৌরীসারিয়া। পশ্চিম বর্ধমানের দায়িত্বে আসছেন আই এ এস তথা পূর্ব বর্ধমানের প্রাক্তন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব এবং দক্ষিণ দিনাজপুর জেলার নতুন জেলাশাসক হচ্ছেন আই এ এস সি মুরুগান।  
See also  অভিনব প্রতারণা চক্রের পর্দা ফাঁস, মেমারি পুলিশের হাতে পাকড়াও তিন প্রতারক, স্বস্তি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---