ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: তুঙ্গে উঠল আসন্ন ভোটে বিজেপির অন্দরের লড়াই। ইতিমধ্যেই আদি ও নব্য বিজেপির মধ্যে বিরোধ রাস্তায় এসে পড়েছে। ২১ জানুয়ারী বর্ধমান বিজেপির সদর কার্যালয়ে বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়েই শুরু হয় এই আদি নব্যের লড়াই। বিজেপির জেলা সভাপতি হিসাবে সন্দীপ নন্দীর সঙ্গে দলের একাংশের যে আভ্যন্তরীণ বিরোধ ছিল সেই ঘটনার পর তা পুরোপুরি প্রকাশ্যে চলে আসে। দলের মধ্যেই সৃষ্টি হয় ফাটল। শুধু তাইই নয়, বিজেপি অফিসে হামলার ঘটনায় রাজ্য বিজেপি জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ ১২ জনকে শোকজও করেন। এরপর কয়েকজনকে ১ বছরের জন্য বিজেপি থেকে সাসপেণ্ড করা হয়। যদিও বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ নন্দীকেই এবারে বর্ধমান দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করা হয়। আর তারপরেই ফুঁসে উঠেছেন বিজেপির আদি কর্মীরা।
ফলস্বরূপ বিজেপির তথাকথিত আদি কর্মীরা বিজেপির সদর জেলার ৯টি কেন্দ্রে পাল্টা প্রার্থী খাড়া করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই বর্ধমান উত্তরে গণেশ মাঝি মনোনয়নপত্র জমা দিয়েছেন। বর্ধমান দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দিচ্ছেন স্মৃতিকান্ত মণ্ডল। শুক্রবার তিনি মনোনয়নপত্র জমা দিতে গেলেও কাগজ সংক্রান্ত কিছু ত্রুটি থাকায় তিনি তা জমা করতে পারেনি। এদিকে, আদি বিজেপি কর্মীরা সরাসরি জানিয়েছেন, তাঁরা জিততে না পারলেও বিজেপির প্রার্থীদের যেন তাঁরা হারাতে পারেন এটাই তাঁদের লক্ষ্য। ফলে বিজেপির অন্দরের লড়াই রীতিমত তুঙ্গে উঠেছে। আর এই লড়াই রীতিমত অন্য মাত্রা পেয়ে উস্কে গেল শনিবার।