ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ এইমুহূর্তে ভোটের কাজে নিয়োজিত, তাই বিভিন্ন জেলখানা থেকে আসামীদের নিরাপত্তা দিয়ে আদালত পর্যন্ত নিয়ে যেতে পারবে না জেলা পুলিশ। যতদিন না ভোট প্রক্রিয়া মিটছে ততদিনই এই অচলাবস্থা চলতে থাকবে। ফলে স্বাভাবিকভাবেই অন্তত আগামী ২ মে পর্যন্ত জেলখানায় বন্দি সমস্ত বিচারাধীন বন্দিরা বিনা বিচারেই আটকে থাকবেন জেলখানা তথা সংশোধনাগারগুলিতে। জেলার আদালতগুলিতে বিচারের জন্য ধার্য্য দিনগুলিতেও জেলা পুলিশের প্রয়োজনীয় অপ্রতুলতার কারণে হাজিরা দিতে পারবেন না বিচার প্রার্থীরা। এমনি নির্দেশ বিভিন্ন জেলার জেলা পুলিশের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে সপ্তাহ খানেক আগে এসে পৌঁছেছে বলে সূত্র মারফত খবর। আর এরপরই রীতিমত শুরু হয়ে গেছে তীব্র আলোড়ন। ইতিমধ্যেই বন্দীদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই পরিস্থিতিতে বলে সোচ্চার হয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।