---Advertisement---

জামালপুরে একাকী বৃদ্ধাকে নৃশংস্যভাবে খুন, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: ফের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের জামালপুর থানার শাহহোসেনপুর এলাকায়। ভারী বস্তু দিয়ে নৃশংস্যভাবে একাকি এক বৃদ্ধাকে খুন করা হয়েছে। মৃতের নাম কমলা বাউরি (৬৫)। তাঁর আদিবাড়ি বাঁকুড়াতে হলেও দীর্ঘদিন ধরেই তিনি শাহহোসেনপুর এলাকায় থাকতেন। এখানেই তিনি ১০০ দিনের কাজ পেলে করতেন। নাহলে কোনোরকমেই তাঁর দিন চলছিল। এমতবস্থায় এই বৃদ্ধাকে খুনের পিছনে কি কারণ থাকতে পারে তা নিয়ে রীতিমত ধন্দ দেখা দিয়েছে। 

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির মধ্যে থেকেই কমলা বাউড়ির মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃতদেহের পাশেই পড়েছিল একটি বড় পাথর। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ভারী বস্তু দিয়েই আঘাত করে তাকে খুন করা হয়েছে। তবে নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের পরই।

 এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জামালপুরের শাহহোসেনপুর এলাকায়। তবে কি কারণে এরকম একজন বৃদ্ধাকে নৃশংস্যভাবে খুন করা হল, খুনের মোটিভই বা কি তা নিয়ে রীতিমত ধন্দে পড়েছেন সকলেই।

See also  নাবালক পুত্রকে খুন করে নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন বাবা, তদন্তে খণ্ডঘোষ পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---