---Advertisement---

ভাতারে ২বি জাতীয় সড়কে বাইক লরি সংঘর্ষে মৃত দুই, আহত এক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার:  ভাতারের আমবোনা মোড়ের কাছে ২বি জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই মোটর সাইকেল আরোহীর। গুরুতর জখম আরো একজন। শনিবার সন্ধ্যে ছ’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে করে তিনজন কয়রাপুরের দিকে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে একটি লরির সাথে মুখোমুখি ধাক্কা লাগে বাইকটির। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয় ২বি জাতীয় সড়কে।

বিজ্ঞাপন

মৃত স্বরূপ সমাদ্দার (২৫) গুসকরা ১২ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীর বাসিন্দা। তিনি শক্তিগড়ের কাছে একটি গ্যাস সংস্থায় কাজ করতেন। জখম আকাশ হরিজনের বাড়িও একই এলাকায়। জানা গেছে, এদিন একটি বাইকে তিনজন গুসকরা ফিরছিলেন। দুর্ঘটনার পর গুরুতর জখম দুজনকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হলে জখম কার্তিক হেমরম কে(২৮) চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি গুসকরা ১৩ নম্বর ওয়ার্ডের নতুন পল্লীর বাসিন্দা। জানা গিয়েছে, আকাশ হরিজন বাইক চালাচ্ছিলেন। মৃত দুজন বাইকের পিছনে বসেছিলেন।

See also  বর্ধমানে রমনা বাগান ফরেস্ট থেকে চিতা বাঘের সদ্যজাত শাবক উধাও! চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---