---Advertisement---

পূর্ব বর্ধমানে দলের অভ্যন্তরীণ রিপোর্ট পর্যালোচনা করেই প্রার্থী ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: একদিকে যখন জেলা প্রশাসন আসন্ন ভোটের জন্য সবরকমের প্রস্তুতি কার্যত সেরে ফেলেছে সেই সময় এখনও পর্যন্ত রাজ্যের মুখ্য রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকাই ঘোষণা করতে না পারায় নেতা-কর্মীদের মধ্যে মানসিক অস্থিরতা বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই প্রতিদিনই শাসকদলে সেলিব্রেটিদের যোগ দেওয়ার ভিড় বাড়তে থাকায় গোটা রাজ্য জুড়েই বিভিন্ন বিধানসভা এলাকায় এই সমস্ত সেলিব্রেটিদের প্রার্থী করা হতে পারে বলে মনে করছেন দলীয় কর্মীরা। তৃণমূলের দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে। একইসঙ্গে বিজেপির পক্ষ থেকেও আংশিক প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে এদিন। কিন্তু তার আগেই বৃহস্পতিবার দিনভর রীতিমত টানটান চর্চা চলল।

বিজ্ঞাপন

এদিকে জায়গায় জায়গায় ভূমিপুত্র প্রার্থীর দাবী ক্রমশই জোড়ালো হয়ে উঠছে। সেক্ষেত্রে বহিরাগত বা সেলিব্রেটিদের কতটা পূর্ব বর্ধমান জেলার দলীয় কর্মীরা মেনে নেবেন তা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। তৃণমূলের একটি সূত্রে জানা গেছে, এবারে পূর্ব বর্ধমান জেলার ১৬টি আসনের মধ্যে প্রায় অর্ধেক আসনেই নিয়ে আসা হতে পারে নতুন মুখ। দু-একটি বিধায়কের আসন রদবদল হতে পারে। টিকিট পেতে পারেন জেলা পরিষদের কয়েকজন সদস্যও। বর্ধমান দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হতে পারেন কোনো সেলিব্রেটি। সেক্ষেত্রে এই আসনে ঘরের জামাই অর্থাৎ বর্ধমান শহরের মেয়ে অভিনেত্রী শুভশ্রীর স্বামী চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর নাম শোনা যাচ্ছে প্রার্থী হিসেবে।

গলসী কেন্দ্রে পাশের জেলার অংশ কাঁকসা থেকে কাউকে প্রার্থী করা হতে পারে। ভাতার কেন্দ্রেও নতুন মুখ আনার সম্ভাবনা প্রবল। কাটোয়ায় প্রার্থী হতে পারেন বাম আমলে স্কুল ভোটের দিন নিহত তুহিন সামন্তের স্ত্রী। পূর্বস্থলী উত্তর বিধানসভায় টিকিট পেতে পারেন প্রাক্তন বিধায়ক তপন চ্যাটার্জ্জী। পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রে ফের প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ। কালনা আসনে সম্ভাব্য প্রার্থী হিসাবে নাম উঠে আসছে কালনা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা কপ্তির। মেমারীতে প্রার্থী হতে পারেন স্থানীয় এক অধ্যাপক। অন্যদিকে জামালপুর আসনে তৃণমূলের দলীয় কোন্দল সামাল দিতে প্রার্থী করা হতে পারে কোনো সেলিব্রেটিকে। 

একই কারণে রায়নায় সম্ভাব্য প্রার্থীর নাম উঠে আসছে জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারার। পাশপাশি খণ্ডঘোষে সম্ভাব্য প্রার্থী হিসাবে জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়ের নাম শুনতে পাওয়া যাচ্ছে। বর্ধমান উত্তর বিধানসভায় দাঁড়াতে পারেন প্রাক্তন এক বিধায়ক। এব্যাপারে এদিনই তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী নেতা জানিয়েছেন, শুধুমাত্র পিকের সুপারিশ নয়, খোদ মমতা বন্দোপাধ‌্যায়, অভিষেক বন্দোপাধ্যায়ের পৃথক বাহিনীর রিপোর্ট এবং জেলা পুলিশ ও প্রশাসনের পৃথক পৃথক রিপোর্টকে হাতিয়ার করেই এবারের প্রার্থী তালিকা প্রকাশ করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো।
See also  পুজোর আগেই টোটো জট মিটিয়ে ফেলার উদ্যোগ বর্ধমান পুরসভার, শহরের রাস্তায় দুটি শিফটে চলবে ৪৩০০ টোটো
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---