ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বৃহস্পতিবার ভর দুপুরে বর্ধমান শহরের ঢলদীঘি এলাকায় একটি বিদ্যুতের পোলে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বিদ্যুতের পোল থেকে আগুন ছিটকে এসে পড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের ছাদে। সেটিতেও আগুন ধরে যায়। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় দোকানদাররাই তড়িঘড়ি আগুন নেভানোর কাজে নেমে পড়েন। ঘটনাস্থলের উল্টো দিকের একটি পেট্রোল পাম্প থেকে অগ্নি নির্বাপক স্প্রে নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করেন স্থানীয়রাই। পরে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছালেও ততক্ষনে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
