---Advertisement---

ভোট কিনতে উজালা গ্যাসের টোপ৷ বিজেপির বিরুদ্ধে অভিযোগ ঘিরে চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ভোটের মুখে এবার কেন্দ্রীয় সরকারের উজালা গ্যাস প্রকল্পের সুবিধা পাইয়ে দেবার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিল বর্ধমান শহরের ২নং শাঁখারীপুকুর এলাকায়। এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার সনত বক্সী অভিযোগ করেছেন, এদিন নবপল্লী এলাকায় বিজেপির ওবিসি মহিলা মোর্চার জেলা সভানেত্রী কাকলী ঘোষ ২ টাকা করে নিয়ে উজালা গ্যাসের ফর্ম বিক্রি করছিলেন। 

বিজ্ঞাপন

বিষয়টি জানতে পারার পর বর্ধমান থানা সহ মহকুমা শাসককে জানানো হয়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ দেখেই অনেকে সরেও পড়ে বলে অভিযোগ সনতবাবুর। তিনি জানিয়েছেন, ভোটের মুখে কার্যত গ্যাস পাইয়ে দেবার খেলা চলছিল। তাঁর দাবী, এলাকার নবপল্লী, কোঁড়াপাড়ার প্রায় ২০০ মানুষকে এদিন এভাবেই ২ টাকার বিনিময়ে উজালা গ্যাসের ফর্ম বিলানো হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেত্রী কাকলী ঘোষ। 

তিনি জানিয়েছেন, তৃণমূল মিথ্যা অভিযোগ করছে। তিনি কাউকেই ২ টাকার বিনিময়ে ফর্ম বিক্রি করেননি। তাঁর দাবী, এই সমস্ত এলাকার মানুষ অশিক্ষিত। তাই তাঁরা এদিন কিভাবে ফর্ম ফিলাপ করতে হবে তা জানতেই তাঁর কাছে এসেছিলেন। তিনি জানিয়েছেন, এই ফর্ম ভোট ঘোষণা হবার আগেই এঁরা নিয়েছিলেন। কিন্তু ফিলাপ না হওয়ায় তাঁরা জমা দিতে পারছিলেন না। এদিকে এই ঘটনার পর পুলিশ এসে ফর্ম ফিলাপ বন্ধ করে দিয়ে যায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৃণমূল বিজেপির মধ্যে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে।
See also  বর্ধমান পুর এলাকার বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ এলাকাবাসীদের, দ্রুত পদক্ষেপের আশ্বাস পুরপতির
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---