---Advertisement---

চন্দনপুর স্টেশনে ওভার হেডের তার ছিঁড়ে বিপত্তি, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল দুটি ট্রেন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন কয়েকশো যাত্রী। তিন তিনখানা ওভার হেডের তার ছিঁড়ে পড়ল চলন্ত ট্রেনের উপর। যদিও এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। আরো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো কারণ একই সময়ে পাশের লাইন দিয়েই পাস করছিল বর্ধমান হাওড়া সুপার। কারণ তারগুলো ছিঁড়ে ছিটকে পড়ে পাশের লাইনের দিকেই। দুর্ঘটনার পরই লোকাল ট্রেনটি কে থামিয়ে দেওয়া হয়। মারাত্মক এই দুর্ঘটনা টি ঘটেছে কর্ড লাইনের চন্দনপুর স্টেশনে ঢোকার মুখেই সকাল ৯টা ১০নাগাদ।

বিজ্ঞাপন
দুর্ঘটনার কবলে পড়া ট্রেনটির নিত্যযাত্রী পীযুষ ব্যানার্জি জানিয়েছেন, সকাল ৮টা ১০এর আপ হাওড়া লোকাল ৯টা ১০নাগাদ চন্দনপুর ঢোকার মুখেই এই ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে যাত্রীদের কোন ক্ষতি হয়নি। চন্দনপুর স্টেশনে ট্রেনটি দাঁড়াতেই যাত্রীরা হুড়মুড়িয়ে নেমে পড়েন। কার্যত এই ঘটনার পর আপ এবং ডাউন দুটি লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী ডাউন লাইনে ট্রেন বন্ধ থাকলেও, আপ লাইনে ট্রেন চলতে শুরু করেছে। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের আধিকারিক সহ ইঞ্জিনিয়াররা। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেছেন রেল কর্মীরা।
See also  বর্ধমানে দলেরই প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও দলেরই সাধারণ সম্পাদক খোকন দাসের, উত্তেজনা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---