---Advertisement---

রবীন্দ্র জয়ন্তী পালন কে কেন্দ্র করে কালনা কলেজে ধুন্ধুমার, জখম ৪, মাথা ফাটল ছাত্রের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: কালনা কলেজের বাংলা ডিপার্টমেন্টের রবীন্দ্রজয়ন্তী পালন অনুষ্ঠান কে ঘিরে দু দল ছাত্রের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় তুমুল উত্তেজনা ছড়াল শুক্রবার। সংঘর্ষে জখম হয়েছে ৪জন ছাত্র। মাথা ফাটল এক ছাত্রের। জানা গেছে, বাংলা ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে এদিন রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন ও রবীন্দ্র মূর্তির উন্মোচন করা হচ্ছিল। অভিযোগ এই অনুষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদ কে আমন্ত্রণ না জানানোয় প্রতিবাদে ছাত্র পরিষদের সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করে। শুরু হয় দুপক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি।

বিজ্ঞাপন
এই সময় কালনা পুরসভার চেয়ারম্যান ও বিধায়ক অনুষ্ঠানে যোগ দিতে এলে ব্যাপক ঝামেলার জন্য তাঁরা ভিতরে ঢুকতেই পারেননি। বাংলা ও সংস্কৃত বিভাগের ছাত্র-ছাত্রীদের অভিযোগ, বিধায়ক বহিরাগত দের এনে ছাত্র-ছাত্রীদের মারধর করেছে। অন্যদিকে বিধায়ক দেবপ্রসাদ বাগ অভিযোগ করেছেন, কলেজের অনুষ্ঠানে যারা ছিল তাদের অনেকেই ছাত্র ছিলনা। তারা বাইরে থেকে এসেছিল। এদিকে কলেজের এই সংঘর্ষের ঘটনায় কালনা শহর জুড়ে আলোড়ন পড়েছে।
See also  ৪৪তম বর্ধমান বইমেলা শুরু ২৪ডিসেম্বর, চলবে ২জানুয়ারি পর্যন্ত
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---