---Advertisement---

বর্ধমানে কাঠের কার্জনগেট তৈরী করে তাক লাগালেন শিল্পী চঞ্চল মণ্ডল

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: প্রায় সাড়ে নয় ফুট উচ্চতার এবং প্রায় ৮ফুট চওড়ার আস্ত সেগুন কাঠের কার্জনগেট বানিয়ে তাক লাগিয়ে দিলেন বর্ধমানের শিল্পী চঞ্চল মণ্ডল। বর্ধমান শহরের উপকণ্ঠ উল্লাসে এক ব্যক্তির ওয়ালড্রপ বা দেওয়াল আলমারির জন্য এই শিল্পকর্মকে তিনি ফুটিয়ে তুলেছেন।

বিজ্ঞাপন
 

চঞ্চলবাবু জানিয়েছেন, এর আগেও তিনি শকুন্তলা এবং জগন্নাথ, বলরাম ও শুভদ্রার মূর্তি বানিয়েছিলেন। তাবলে একেবারে নজীরবিহীন কাঠের প্রমাণ সাইজের একটি বর্ধমান শহরের ঐতিহ্যবাহী কার্জনগেট তৈরীর সাহস এখনও পর্যন্ত কেউ করেননি।

চঞ্চলবাবু জানিয়েছেন, প্রায় একমাস ধরে ৫জন সহশিল্পীকে নিয়ে সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে তৈরী করা হয়েছে কার্জনগেটের অনুকরণে এই শিল্পকর্মকে। এজন্য খরচ পড়ছে প্রায় দেড় লক্ষ টাকা।

উল্লেখ‌্য, বর্ধমানের অতিথিদের বরণ করার জন্য সোলা বা থার্মোকল কিংবা খড় দিয়ে কার্জনগেটের অনুকরণে ছোট ছোট শিল্পকে ফুটিয়ে তোলা হলেও প্রমাণ সাইজের কাঠ দিয়ে এতবড় শিল্পকর্ম এখনও কেউ করেননি। ইতিমধ্যেই চঞ্চলবাবুর এই শিল্পকর্মকে দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার বাসিন্দারাও।

See also  কেন্দ্র সরকারের দুর্নীতিদমন শাখার অফিসার পরিচয় দিয়ে জামালপুরে তোলাবাজির ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---