ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: কোভিড ভ্যাকসিন নিয়ে এবার সরাসরি রাজনৈতিক স্বজন পোষণের অভিযোগ তুলল বিজেপি। শনিবার থেকে গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও প্রথম ধাপে ৭টি কেন্দ্রে ৭০০ জনকে এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম টিকা নেন সঞ্জয় মাঝি।
অন্যদিকে, এদিন ভাতার স্টেট জেনারেল হাসপাতালে প্রথম টিকা নেন ভাতারের তৃণমূল বিধায়ক সুভাষ মণ্ডল। এছাড়াও এদিন ভাতারে টিকা নিয়েছেন প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জহর বাগদি, ভাতার পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহেন্দ্র হাজরা প্রমুখরাও। কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ও এদিন টিকা নিয়েছেন।
এদিকে, জনপ্রতিনিধিদের এই টীকাকরণ নিয়ে রাজনৈতিকীকরণের অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির জেলা সাধারণ সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী অভিযোগ করেছেন, করোনা এই ভ্যাকসিন নেবার ক্ষেত্রে প্রথম দফায় সেই সমস্ত করোনা যোদ্ধাদেরই দেবার কথা ছিল যাঁরা সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করেছেন। কিন্তু এদিন যেভাবে ভাতারে জনপ্রতিনিধিরা গিয়ে কিংবা কাটোয়ায় জনপ্রতিনিধিরা গিয়ে করোনা ভ্যাকসিন নিয়েছেন তা লজ্জার সমস্ত সীমা অতিক্রম করে গেছে।